যোগাযোগ ব্যবস্থাঃ ঐতিহ্যবাহী নাগরী ইউনিয়নের মধ্যদিয়ে চলে গেছে হাইওয়ে তথা বিশ্বরোড। যাহা মিরেরর বাজার, গাজীপুর চৌরাস্তা, কাপাশিয়া হয়ে রাজশাহী মহাসড়কে পৌছাবে। এই বিশ্বরোডকে চৌরাস্তায় পরিনত করেছে টঙ্গী-গাজীপুর সড়ক যাহা গাজীপুর চৌরাস্তা নামে সবার কাছে পরিচিত । এই ইউনিয়নের প্রানকেন্দ্র উলুখোলা এবং নাগরী বাজার। এই বাজার থেকে উত্তরে নলছাটা গ্রাম এবং টঙ্গী কাগীগঞ্জ ম্যানরোড় পাকা রাস্তা চলে গেছে ঘোড়ারশাল। এই বাজার থেকে পশ্চিমে রায়েরদিয়া বাজার এই রাস্তা দিয়ে টঙ্গী আব্দুলাপুর বাজারে খুব সহজে পৌছানো য়ায়। এই বাজার থেকে দক্ষিনে এশিয়ান বাইপাস রোড় এবং পূরবাচল সিটি। এই বাজার থেকে নাগরী হয়ে ভূরুলিয়া পাকা রাস্তা।
যাওয়ার মাধ্যমঃ এসব গ্রামে যাওয়ার মাধ্যম হল-রিকসা, আটো রিকসা, সি.এন.জি, টেম্পু ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস