Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

 সংক্ষিপ্ত বর্ণনাঃ১৯১০ খ্রীষ্টাব্দের পূর্বে নাগরীতে পর্তুগীজ পুরোহিতদের পৃষ্ঠপোষকতায় এবং তৎকালীন জিলা বোর্ডের সামান্য অনুদানে একটি নিমণ প্রাথমিক বিদ্যালয় চালু ছিল। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণী পর্যমত্ম ছিল। তখন প্রধান শিক্ষা ছিলেন বাবু অনুরূপ চন্দ্র রায়। তিনি এফ. এ পাশ এবং ইংলিশ টিচারশীপ উত্তীর্ণ ছিলেন।

 

যেহেতু একমাত্র কালীগঞ্জ ছাড়া এর আশেপাশে ১০/১৫ মাইলের মধ্যে কোন বিদ্যালয় ছিল না, সেহেতু স্থানীয় চার্চ কর্তৃপক্ষ এ অঞ্চলের জনগণের চাহিদা বিবেচনা করে ১৯২০ খ্রীষ্টাব্দে ১লা সেপ্টেম্বর একে নিমণ মাধ্যমিক ইংরেজী বিদ্যালয়ে উন্নীত করেন।

 

যদিও দেখা যায় ১৯১৯ খ্রীষ্টাব্দে ৬ষ্ঠ শ্রেণীতে ছাত্র ছিল মাত্র ৩ জন তথাপি এ স্বল্প সংখ্যক ছাত্রের উচ্চতর শিক্ষার সুযোগ করে দেয়ার জন্য মিশন কর্তৃপক্ষ রেভাঃ ফাদার বি. ডি’কুনহা ২রা জানুয়ারী ১৯২০ খ্রীষ্টাব্দে একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে উন্নীত করেন এবং বাবু ধীরেন্দ্র নাথ দে বি. এ-কে প্রধান শিক্ষ হিসাবে নিয়োগ করেন। ১৯২১ খ্রীষ্টাব্দে বিদ্যালয়টি সরকারী স্বীকৃতি লাভ করে। তখন বিদ্যালয়ের ক্লাস বসতো শীতের দিনে ১১:০০-০৩:৩০ পর্যমত্ম এবং গরমের দিনে ভোর ০৬:০০-১০:৩০ পর্যমত্ম।

 

১৯২৩ খ্রীষ্টাব্দে সর্বপ্রথম সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার কেন্দ্র ছিল নারায়ণগঞ্জ। ১৩ জন পরীক্ষা দিয়েছিল যার মধ্যে ৪ জন প্রথম বিভাগে এবং ৬ জন দ্বিতীয় বিভাগে পাশ করে। ১৯২৪ খ্রীষ্টাব্দে পরীক্ষা দেয় ১৬ জন। তারেদর মধ্যে প্রথম বিভাগে পাশ করে ৭ জন, দ্বিতীয় বিভাগে ৬ জন

 বর্তমানে প্রতি বৎসর প্রায় শতাধিক ছাত্র কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে উচ্চতর শিক্ষা লাভের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে। এখানে অতীত দিনের মতো বর্তমানেও শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিতর্ক, স্কাউটিং সহ নানাবিধ শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।